চালসার টেলিফোন এক্সচেঞ্জ অফিসের টেলিফোন টাওয়ারে উঠে মেরামতের কাজ করতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের । পুলিস সুত্রেই জানা গিয়েছে মৃত যুবকের নাম রফিকুল ইসলাম (৩৩)।জানা গিয়েছে, মুর্শিদাবাদ থেকে একদল শ্রমিক চালসা টেলিফোন এক্সচেঞ্জ অফিসে থাকা টেলিফোন টাওয়ার মেরামতের কাজে এসেছে।এদিন রফিকুল ইসলাম নামে এই যুবক টেলিফোন টাওয়ারে ওঠে কাজ করার জন্য। তবে আচমকা টাওয়ার থেকে রফিকুল নিচে পরে যায়।