আজ ওন্দা এলাকায় একটি মিছিল শেষে ওন্দা বিধায়ক উপস্থিতি তে একটি পথসভা অনুষ্ঠিত হয় সেই পথসভায় মঞ্চ থেকে ওন্দা বি ডি ও কে কু কথা বলে বিতর্কে জড়ালেন ওন্দা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অঞ্জন নাগ চৌধুরী। এছাড়াও তিনি ওন্দা পঞ্চায়েত সমিতির ও ব্লক প্রশাসন কে একরাশ ক্ষোভ উগরে দিলেন। তিনি বিডিও কে মন্তব্য করে বলেন লাথ মেরে বিডিও দরজা ভেঙে ফেলার হুশিয়ারি , এদের শুকরের বাচ্চা বলে শুকর কে অপমান করা হবে এছাড়াও বিভিন্ন কু মন্তব্য করেন অঞ্জন নাগ চৌধুরী