Faridpur Durgapur, Paschim Bardhaman | Aug 24, 2025
রবিবার সকাল আটটায় চাঞ্চল্যকর দুর্ঘটনা দুর্গাপুরের ভিড়িঙ্গিতে। সবজি বোঝাই একটি ছোট হাতি গাড়ি হঠাৎই উল্টে যায় ১৯নং জাতীয় সড়কের উপর। ফলে মুহূর্তের মধ্যেই চরম হইচই পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল গাড়িটি। হঠাৎই ভিড়িঙ্গি মোড়ের কাছে টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে পড়ে সেটি। একদিকে পড়ে থাকে সবজি, অন্যদিকে উল্টে থাকা গাড়ি ঘিরে ভিড় জমায় পথচারী ও স্থানীয় বাসিন্দারা।