গাজোল ব্লকের কেশ শিল্পী সমিতির ডাকে এদিন শনিবার গাজোল শংকরপুর এক বেসরকারি লজে তাদের সভা অনুষ্ঠিত হবে। কেস শিল্পী সকল সমিতির সদস্যদের নিয়ে একটি জরুরী সভা অনুষ্ঠিত হবে। তাই এদিন শনিবার গাজোল ব্লকের যে সকল কেস শিল্পীদের দোকান বন্ধ থাকিবে। গাজোল ব্লকের কেস শিল্পী থেকে এদিন সকাল ৯ টা নাগাদ জানা গিয়েছে তাদের নতুন কমিটির গঠন হবে এবং আগামী বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে আলোচনা সভা হবে তাছাড়া একাধিক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।