ডিসেরগড় রাজ্য সড়কের পাশে ধস, আতঙ্কে এলাকাবাসী পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে প্রায় এক মাসে চার থেকে পাঁচ জায়গায় অর্থাৎ সড়ক পথে ধসের ঘটনা ঘটেছে। আজ ফের ধসের ঘটনা ঘটলো আসানসোলের কুলটি থানার সাকতোড়িয়া ফাঁড়ি অন্তর্গত ডিসেরঘর ঘাট নববরণ এলাকা রাজ্য সড়কের পাশে যেখান থেকে নিয়ামতপুর ও পুরুলিয়া যাওয়ার রাস্তা ঠিক তার পাশে ধস। রাস্তার পাশে এই ধস এর কারণে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানিদের অভিযোগ বিভিন্ন পাইব লাইনের কাজের জন্য এই ধস।