পাড়া থানার অন্তর্গত পাড়া বড় মনসা মন্দিরের মা মনসা প্রতিমা বিসর্জন কে কেন্দ্র করে উপচে পড়লো মানুষের ভিড়। রবিবার রাত আটটা নাগাদ শুরু হয়। পাড়া বড় মনসা মন্দির এলাকার একটি জনপ্রিয় মন্দির হওয়ার কারণে স্থানীয় এলাকা ছাড়াও আশেপাশের বহু গ্রামের মানুষ এই বিসর্জনের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। নাচে গানে মেতে উঠেন এলাকাবাসী স্থানীয় ল সায়ের নামক একটি জলাশয়ে প্রতিমা বিসর্জন করা হবে বলে জানা গেছে তার আগে শোভাযাত্রা টি পরিক্রমা করে সমস্ত পাড়া এলাকা।