অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দ্রকোণা রোড শহরসহ পার্শ্ববর্তী একাধিক এলাকায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। উপস্থিত ছিলেন চন্দ্রকোণা রোড পুলিশ বিট হাউসের আধিকারিকরা। এদিন চন্দ্রকোণা রোড শহর সংলগ্ন সাতবাঁকুড়া, অপর্ণাপল্লিসহ চন্দ্রকোণা রোড শহরের বিভিন্ন বাজার এলাকায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনী।