আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙ্গালিবাজনার এমএলএ হাট এলাকা থেকে জাহাদিপাড়া হয়ে সওয়া দু'কিমি কাঁচা রাস্তাটি সাংসদের এলাকা উন্নয়ন তহবিলের ১ কোটি ১০ লক্ষ ৮৬ হাজার ৩৯৬ টাকায় পাকা করার কাজের সূচনা করা হয় ২০২৪ সালের ৮ মার্চ। কিন্তু কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেন স্থানীয়রা। স্থানীয়দের আপত্তিতে কাজ বন্ধ করেন ঠিকাদার। এরপর প্রায় বছরখানেক ধরে কাজ বন্ধ, অভিযোগ স্থানীয়দের। এদিকে বৃষ্টিতে আরও বেহাল হয়ে পড়েছে রাস্তাটি। ভোগান্তিত