গলসি ২ নম্বর ব্লকের ভুঁড়িগ্রাম পঞ্চায়েতের ভুঁড়ি গ্রামে বিভিন্ন জলাশয়ে ছাড়া হল গাপ্পি মাছ। ডেঙ্গুর সংক্রমণ রুখতে এই উদ্যোগ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর দুটো পর্যন্ত এলাকার বদ্ধ জলাশয় ও নয়ন জলি এলাকায় পাঁচ হাজার গাপ্পি মাছ ছাড়া হয়। উপস্থিত থাকেন ভুঁড়ি পঞ্চায়েতের প্রধান সুবোধ ঘোষ মহাশয়। বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টির ফলে বেশ কিছু স্থানে জল জমে থেকে যায় সেই সমস্ত স্থানে মশার ডিম পাড়ে বিশেষ করে সেই সমস্ত জায়গায় এই গাপ্পি মাছ ছাড়া হলো