হিলি থানার ত্রিমোহিনী ডাবরা এলাকায় রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা চাল বোঝাই লরির পিছনে ধাক্কা অন্য চাল বোঝাই লরির৷ বাংলাদেশে চাল নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় দাঁড়িয়ে থাকা চালবোঝাই লরি রাস্তার ধারে জমিতে উল্টে পড়ে যায়। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনায় এক খালাসীর আহত হবার খবর পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেন। সেই সময় চাল বোঝাই দাঁড়িয়ে থাকা গাড়িতে ড্রাইভার বা খালাসি কেউ ছিলেন না।