জলের তোড়ে ধসে গেছে কেতুগ্রামের শুনিয়া গ্রামে ঢোকার মূল রাস্তা। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাদেরকে এখন রাত বিরাতে ঝুঁকি নিয়েই ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজগর সাপের মত অজয় নদ চারিদিক দিয়ে পেঁচিয়ে ধরেছে গ্রামটিকে। মাঠের জল অজয় নদ দিয়ে মরার জন্য ওই রাস্তার নীচে হিউম পাইপ দিয়ে একটি কালভার্ট তৈরি করা হয়েছিল৷ কিন্তু লাগাতার বৃষ্টির জেরে জলের তোড়ে ধস নেমে রাস্তায় তৈরি হয়েছে বড় গর্ত।