বীরপাড়া থানার অন্তর্গত এলাকার এক আঠারো বর্ষীয় আদিবাসী কন্যাকে অপহরণ করে ধর্ষণ করে বীরপাড়া লালপুল এলাকার বাসিন্দা এনামুল হক। এদিন এই ঘটনায় আলিপুরদুয়ার কোর্ট সাজা ঘোষণা করে এবং এনামুল হক কে দশ বছর সশ্রম কারাদণ্ড দেয় এবং পাঁচ হাজার জরিমানা অনাদায়ে আরো চার মাসের জরিমানা সাজা ঘোষণা। এই ঘটনার নব্বই দিনের মাথায় পুলিশ চার্জশিট দেয়।