২০১৫ সালে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার শ্যামপুর ফলা গ্রামের শত বছরের নাবালিকা সঙ্গে মিসকলে আলাপ হয় চন্ডিপুরের যুবক শাহজাহান চিত্র করেন ওই যুবক নিজেকে সাদ্দাম পরিচয় দিয়ে ঘনিষ্ঠতা বাড়ে পড়ে নাবালিকাকে প্রেমের প্রস্তাব দেয় তার কথায় বিশ্বাস করে নাবালিকা বাড়ি থেকে পালিয়ে যায় অভিযোগ শাহজাহান তারপর ওই নাবালিকাকে নিয়ে সিনেমা দেখার পর অসুস্থ আত্মীয়কে দেখারঅজুহাত দিয়ে একটি যৌনপল্লীতে সাত হাজার টাকার বিনিময় বিক্রি করে |পুলিশ তদন্ত করে যুবককে গ্রেফতা