ভুটানে তন্ত্রবিদ্যায় ব্যবহৃত হয় হাড্ডি, সেই হাড্ডি পাচারের ছক বানচাল করলো জয়গাঁ থানার পুলিশ।এ ঘটনায় দুজকে গ্রেফতার করে শুক্রবার দুপুর ডেটা নাগাদ আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, জয়গাঁর বাসিন্দা রাকেশ প্রসাদ ও হাসিমারার বাসিন্দা বিশাল কুমার শাহ উত্তরপ্রদেশের এর এক শ্মশান থেকে হাড্ডি কুড়িয়ে তা ভুটানে পাচারের ছক কষেছিল।এরপরই গোপনসূত্রের খবরের ভিত্তিতে জয়গাঁর ভানুভক্ত মোড় এলাকায় নাকা চেকিং চলাকালীন ব্যাগ ভর্তি হাড্ডিসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ।