গতকাল রাতে সাব্রুম থানাধীন বিজয়নগর গ্রাম পঞ্চায়েত এর ৩ নম্বর ওয়ার্ডে এলাকার গৃহবধূ গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ সূত্রে বলা হয়েছে। গৃহবধূ এর নাম অনিমা দে বয়স ৫৬ বছর।স্বামী স্বপন দে। ৬ সেপ্টেম্বর সকাল পাঁচটা নাগাদ বাড়ির লোকজন বসতবাড়ির পিছনে রাবার বাগানে সাথে আগুনে ঝলসে থাকা মৃতদেহ দেখে।পরে পুলিশ কে খবর দিলে সকাল ৮ টায় কটনাস্থলে পৌঁছে যায় সাবরুম থানার পুলিশ ।মৃতদেহ ময়নাতদন্তের জন্য সাব্রুম হাসপাতালে নিয়ে আসা হয়েছে