গত ৯ আগস্ট কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত ডোডেয়ার হাটে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় কোচবিহার ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে তথা তৃণমূল যুবনেতা অমর রায় কে। এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ আগেই বিনয় রায়, কিশোর বর্মন, নারায়ণ বর্মন নামে তিনজনকে গ্রেফতার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেই গতকাল আলিপুরদুয়ারের তপসী খাতা থেকে আরো দুজনকে গ্রেফতার করে পুলিশ। কোচবিহারে জানালেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি কি জানিয়েছেন শুনে নেব