নদী থেকে বালি তুলতে গিয়ে ট্রাক্টর উল্টে মৃত্যু হল চালকের। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের ফুলঘড়া এলাকায়। মৃত চালকের নাম শ্রীমন্ত পাহান (২৭)। বাড়ি বালুরঘাটের সৈয়দপুর গ্রামে। প্রথমে তাকে স্থানীয় খাসপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়৷ সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরে বালুরঘাট জেলা হাসপাতালে দেহটি নিয়ে আসা হয়।