প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএমের নেতা দীনেশ ডাকুয়া গতকাল কলকাতার এন আর এস হাসপাতালে মৃত্যু হয়। এই ঘটনায় বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ দীনেশ ডাকু আর দেহ কলকাতা থেকে মাথাভাঙ্গার বাড়িতে নিয়ে আসা হয়। এদিন সিপিআইএমের পক্ষ থেকে দেহ নিয়ে মাথাভাঙ্গা শহরে সখ মিছিল করেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এদিন মাথাভাঙ্গা তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিআইএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শেষ যাত্রায় অংশ নেন।