জল ঢোকা আটকাতে দক্ষিণ চন্ডিপুরের কাটা বাঁধে জোর কদমে চলছে, মাটি ভর্তি বস্তা ফেলে জল আটকানোর কাজ। তবে এই কাজকে কেন্দ্র করে বিস্তর অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা। অর্ধেক বস্তা অল্প পরিমাণে মাটি ভর্তি করে সেই বস্তা ফেলে দেওয়া হচ্ছে ভাঙা বাঁধের অংশে।গণনায় বেশি বস্তা দেখিয়ে এভাবে সরকারি টাকা আত্মসাৎ করার কাজ চলছে বলে অভিযোগ। অত্যন্ত বেশি সংখ্যক শ্রমিক নিযুক্ত করে জোর কদমে বস্তা ফেলার কাজ চালানো হচ্ছে। জল কমে গেলেই ভূতনিতে জল ঢোকা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা।