৩২ টিমের ফুট টেনিস টুর্নামেন্ট প্রতিযোগিতা। পশ্চিম মেদিনীপুর জেলা কেশপুর থানার অন্তর্গত আমড়াকুচি গ্রামের ফুটবল প্রেমী মানুষদের সহযোগিতায় কুড়ি বছর ধরে এই ফুট টেনিস প্রতিযোগিতা করে আসছে প্রত্যেক বছর। গতকাল রাত্রি থেকে চলছে ফুট টেনিস প্রতিযোগিতা আজ তার শেষ পর্ব এই ফুট টেনিস প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে ৩২ টিম এই ৩২ টি টিমের মধ্যে ছয়টি টিমকে পুরস্কৃত করা হবে। এমনই চিত্র দেখা গেল আজ সকাল দশটা নাগাদ পাবলিক নিউজ এর ক্যামেরায়