হাইলাকান্দিতে ত্রাণ ও পুনর্বাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্তি পেয়েছেন বিশিষ্ট কংগ্রেস নেতা ইকবাল হুসেন চৌধুরী। আজ বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা কংগ্ৰেস ভবনে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোজ মোহন দেবের উপস্থিতিতে তার হাতে এই নিয়োগপত্র প্রদান করা হয় বিকেল সাড়ে ছয়টা নাগাদ। তাঁকে এ পদে নিযুক্তিতে জেলা কংগ্রেসের সাংগঠনিক কাজ আরও শক্তিশালী হবে বলে অভিমত প্রকাশ করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোজ মোহন দেব।