শেষ হয়েছে প্রার্থনা, ক্লাস শুরু হওয়ার আগেই দুর্ঘটনা... স্কুল শুরু হওয়ার পর হঠাৎ সিলিং এর চাঙ্গড় ভেঙ্গে পড়ল ক্লাসরুমে। আজ সোমবার খড়গপুর পৌরসভার অন্তর্গত সাউথ সাইড হিন্দি প্রাইমারি স্কুলের ঘটনা। স্কুল শুরু হওয়ার পরেই হঠাৎ ছাদের চাঙ্গড় ভেঙে পড়ল ক্লাসরুমে। যদিও এই ঘটনায় ছাত্র-ছাত্রীদের আহতর কোন খবর নেই।