অষ্টমী তিথিতে প্রথা নেমে কামারপুকুর মঠ ও মিশনে চলছে পুজা।কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে অন্যতম আকর্ষণ কুমারী পূজা।মঠের অধ্যক্ষ স্বামী লোকত্তরানন্দ জি মহারাজ জানিয়েছেন,এবারে বেলডিয়া গ্রামের তানিয়া পাঠক কে কুমারী রূপে পূজা করা হয়েছে। কুমারী কে উমা কুমারী রূপে পূজা করা হয়।জানা যায়,বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপূজার সূচনা করেন এরপর থেকে এখানেও রীতি মেনে পূজা হয়।আজ কুমারী পূজা দেখতে বিভিন্ন জেলার দর্শণার্থীরা ভীড় করেন।8 হাজার ভক্তের প্রসাদের ব্যবস্থা করা হয়।