ডাক্তারের বদলি আটকে দেওয়ার ঘোষণা দিলেন কমলাসাগরের মণ্ডল সভাপতি কাজল সরকার মধুপুর হাসপাতালের চিকিৎসকক ডক্টর অপর্ণ দেববর্মার বদলির প্রতিবাদে স্থানীয়রা রাস্তা অবরোধ করেন। মণ্ডল সভাপতি এসে সবাইকে আশ্বাস দিয়েছেন তিনি সেই ডাক্তারকে বদলি হতে দেবেন না। প্রশ্ন উঠছে এখন কি মণ্ডল সভাপতির কথায় স্বাস্থ্য দফতর চলে ?