মাটিজুরি সহকারী স্বাস্থ্য কেন্দ্র পরিচালন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হলো আজ শুক্রবার। এতে উপস্থিত ছিলেন নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ সদস্যা প্রতিনিধি আফজল হুসেন চৌধুরী।এ সভায় এ হাসপাতাল বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হয়েন অনাগত দিনে তাহা সমাধানের আশ্বাস দেন তিনি। আর এলাকাবাসী জনসাধারণের স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে সদায় সচেষ্ট থাকবেন বলে জানান তিনি। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্য্যকর্তারা ও এলাকার বিশিষ্টরা বলে রাত নয়টা নাগাদ এক বিবৃতিতে জানানZPM প্রতিনিধি