গঙ্গার তীব্র দাপটে খাসমহল এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙ্গন হয়েছে। তীব্র ভাঙ্গনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ। এই অবস্থায় নদীর জলস্তর বাড়লে বড় ধরনের বিপদ হতে পারে এলাকা জুড়ে সেই আশঙ্কাকে মাথায় রেখে প্রশাসনের তরফে জরুরী কালীন পরিস্থিতিতে এলাকা জুড়ে কাজ করা হচ্ছে। মাটি ও বালি ভর্তি বস্তা ফেলে গোটা এলাকা জুড়ে জল ঢোকা আটকাতে তৎপরতার সাথে কাজ চলছে। যে সমস্ত এলাকা জুড়ে ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত জুড়েই কাজ করছে প্রশাসন।