গোসানীমাড়ী এলাকায় বাইক ও টোটোর সংঘর্ষের ঘটনায় এক মহিলা টোটো যাত্রী গুরুতর আহত হসপিটালে চিকিৎসাধীন। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ দিনহাটা মহকুমা হসপিটাল সূত্রে জানা গিয়েছে, সিঙ্গিমাড়ী এলাকার এক মহিলা টোটো করে আকরার হাটের দিকে যাচ্ছিল সেই সময় গোসানীমাড়ী এলাকায় টোটোর সঙ্গে বাইকের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় মহিলার বা পায়ে গুরুতর আঘাত লাগে। এলাক