পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন বিভাগ মালদা জেলা পরিষদের উদ্যোগে গাজোল ব্লক প্রশাসনের সহযোগিতায় ।গাজোল ব্লক ক্যাম্পাসের একটি হল রুমে পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধ নিয়ে একদিনের একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল। এদিন বুধবার বৈকেল 4টা নাগাদ। উপস্থিত ছিলেন মালদা জেলার স্বাস্থ্য আধিকারিক।গাজোল ব্লক স্বাস্থ্য আধিকারিক।গাজোল যুগ্ম বিডিও মীর সোহেল সাখাওয়াত । গ্রাম পঞ্চায়েতের প্রধান ,শিক্ষা ও জনস্বাস্থ্য উপ সমিতির সঞ্চালক এবং অঞ্চলের কর্মচারীদের নিয়ে প্রশি