কীর্ণাহার ২নং অঞ্চলের হাসপাতাল সংলগ্ন দীঘলডাঙ্গা গ্ৰামে একটি ফুটবল মাঠে আয়োজিত হয়েছিল ১৬দিনের ফুটবল প্রতিযোগিতা আর সেই প্রতিযোগিতা টি আজ অর্থাৎ বৃহস্পতিবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় সেখানে অংশ নেয় কীর্ণাহার হাইস্কুল পাড়া ও সরডাঙ্গা গ্ৰামের একটি ফুটবল দল দুই দলের মধ্যে ঘন্টা দেড়েক এর খেলায় জয় লাভ করে কীর্ণাহার হাইস্কুল পাড়া। খেলা শেষে জয়ী দলের হাতে বিশেষ পুরস্কার ও একটি বড় ট্রফি তুলে দেওয়া হয় অন্যদিকে বিজিত দলকেও বিশেষ পুরস্কার ও একটি ছোট ট্রফি।