জামুড়িয়ায় মর্মান্তিক ঘটনা পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু।জামুড়িয়া থানার অন্তর্গত চাঁদা গ্রামে বুধবার দুপুর প্রায় ৩টার সময় এক যুবকের পুকুরে ডুবে মৃত্যু হয়। মৃতের পরিচয় হাওড়া নিবাসী রাহুল সিনহা বলে জানা গেছে।সূত্রের খবর, রাহুল তার বন্ধু বিট্টু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বেড়াতে এসেছিল। দুই বন্ধু একসাথে গ্রামে সময় কাটাচ্ছিল। সেই সময় রাহুল গ্রামসংলগ্ন পুকুরে স্নান করতে নামে। প্রত্যক্ষদর্শীদের মতে, সে বেশ কিছুক্ষণ ধরে জলে স্নান করছিল।