বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়কের উদ্যোগে জেলা জুড়ে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার রাজনগরের ডাকবাংলোয় নজরুল মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হলো। রাজনগর ব্লকের পাঁচটি অঞ্চলের বিভিন্ন প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়গুলির ৬০ জন খুদে পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নেয়। নাচ, গান, যেমন খুশি সাজো, অংকন প্রতিযোগিতা প্রভৃতি বিভিন্ন ইভেন্টে পড়ুয়ারা এই সংস্কৃতিক প্রতিযোগিতা হয়।