শান্তিপুরের সাহেবডাঙ্গা খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতারের পর মঙ্গলবার বিকেলে শান্তিপুর থানায় প্রেসমিট করলেন রানাঘাট জেলা পুলিশ আধিকারিকেরা। সূত্রের খবর, গত মাসের 28 তারিখ সকালে শান্তিপুর থানার সাহেবডাঙ্গা মির্ধা পাড়া এলাকায় রাস্তার পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার তদন্ত করে প্রথমে দুই জন ও পরে আরও দুই জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে মূল চক্রী হিসেবে আরও এক জনের নাম সামনে আসে।