লুকসানের গোর্খা ভবনে ৩৪ তম নেপালী ভাষা মান্যতা দিবস পালন করা হল। এই উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিল ডুয়ার্স নেপালী সাহিত্য বিকাশ সমিতি। সহযোগিতা করে লুকসান গ্রামীণ কল্যান সোসাইটি ও লুকসান নেপালী প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠান শুরুর আগে ছাত্রছাত্রীদের নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডুয়ার্স নেপালী সাহিত্য বিকাশ সমিতির সভাপতি অবীর খলিং ও সম্পাদক রবীন খাওয়াস।