মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বুধবার উত্তরবঙ্গের সাতটি জেলার সাথে মালদাতেও হয়ে গেল পাট্টা প্রদান অনুষ্ঠান। এই উপলক্ষে এদিন মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা টাউন হলে পাট্টা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমূল হোসেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ সহ অন্যান্যরা।