শহর বর্ধমানের তেলিপুকুর থেকে বাংলাদেশী এক যুবক ধরা পরলো আজ মঙ্গলবার দুপুর দুটোয় তাকে বর্ধমান আদালতে তোলা হয়। বাংলাদেশী যুবক পাকড়াও হতেই চঞ্চল্য ছাড়ায় শহরজুড়ে। জানা গেছে কতকাল ওই যুবককে শহর বর্ধমানের তেলিপুকুরে ঘুরতে দেখে এলাকাবাসী সন্দেহ হওয়াতে এলাকার মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শফিকুল সর্দার নামে ওই যুবক গ্রেফতার করে আজ মঙ্গলবার দুপুরে ওই যুবককে বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ।