শনিবার সন্ধ্যায় রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে নাট্যকার ও নির্দেশক সংকর রায়ের হারায়ে খুঁজি নাটক মঞ্চস্থ হয়। মোবাইল আগমনের পর মানুষের জীবনযাত্রার পরিবর্তন, সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতির প্রভাব, পশ্চিমবঙ্গে দুর্নীতি—সব মিলিয়ে সমাজের বর্তমান বাস্তবতাকে তুলে ধরা হয়েছে এই নাটকে। নাটকের মূল বার্তা, সমাজ পরিবর্তনে নারীর প্রতিবাদই হতে পারে শক্তিশালী অস্ত্র। নির্দেশকের বক্তব্যে উঠে আসে, প্রতিটি নারী যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তবে সমাজে পরিবর্তন আসবেই