শহরের একটি মেস বাড়িতে ঢুকে পড়লো বিষধর খরিস সাপ, বরাবাজার ফরেস্ট অফিস সংলগ্ন ওই বাড়িতে সাপ ঢোকার পরেই খবর দেওয়া হয় বরাবাজার ফরেস্ট রেঞ্জ অফিসে, রাত সাড়ে সাতটা নাগাদ বনদপ্তরের কর্মীসহ রেঞ্জার উপস্থিত হন ঘটনাস্থলে সেখান থেকে সাপটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যান।