খড়্গপুরের রেশমি কারখানার দূষণের বিরুদ্ধে আবারো সোচ্চার খড়গপুর জনজাগরণ কমিটি। আগামী রবিবার অর্থাৎ ৩ আগস্ট দুপুর তিনটে নাগাদ খড়গপুরে প্রতিবাদী সভার ডাক দেওয়া হয়েছে জনজাগরণ কমিটির তরফে। খড়্গপুরের রেশমি মেটালিকস এর ৮ নম্বর গেট থেকে প্রায় 200 মিটার দূরে রেশমি কারখানা এবং তা দূষণের বিরুদ্ধে, একই সাথে দূষণযুক্ত নতুন কারখানা গড়ার প্রতিবাদে আগামী রবিবার এই প্রতিবাদ জনসভার আয়োজন করা হয়েছে।