তৃণমূলের সংগঠনিক রদবদল হতে তৃণমূল নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল অপরগোষ্ঠীর তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তাজমহল হোসেনের ভয় সহ তার অনুগামীরা মিলে জেলা পরিষদ সদস্য বারিকুল ইসলামের ঘনিষ্ঠ তৃণমূল নেতা পূজন দাসের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়িতে ভাঙচুর করা হয়েছে আর এই গোটা পরিস্থিতিকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের।