খরগপুর বনবিভাগের জটিয়ার জঙ্গল থেকে বেরিয়ে সোমবার রাতে ২০ থেকে ২৫ টি হাতির একটি দল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের তুঙ্গাধুয়া ও ভুরকুন্ডী এলাকায় প্রবেশ করেছে। হাতির দলটি চুনপাড়া হয়ে বড়োকইনাডিহার দিকে এগোচ্ছে।হাতির দলকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু মানুষ রাতে ঘর থেকে বেরিয়ে নজরদারি করছেন এবং নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। কেউ কেউ বাড়ির চারপাশে আগুন জ্বালিয়ে হাতিকে দূরে রাখার চেষ্টা করছেন।