নেশায় আসক্ত দুই অপ্রাপ্তবয়স্ক যুবকের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছিল রহিমপুর এলাকার বাসিন্দারা। একের পর এক অশান্তি ও হিংসাত্মক আচরণে অস্থির হয়ে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা থেকে শুরু করে পরিবার-পরিজন।জানাগেছে রহিমপুর উত্তরপাড়া ও পূর্বপাড়ার দুই যুবক— সাগর সীল (পিতা: বিষ্ণুপদ সীল) ও মোহাম্মদ আলাউদ্দিন (পিতা: নায়েব আলী)— দীর্ঘদিন ধরে নেশার কবলে পড়ে।