ঝাড়গ্রাম শহরের উপর দিয়ে প্রতিদিন রাত হলেই বড় বড় ভারী যানবাহন দ্রুত গতিতে যাতায়াত করে। ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। পাশাপাশি ঘন জনবসতি পূর্ণ ঝাড়গ্রাম শহরে মানুষের স্বাভাবিক যাতায়াতে ব্যাঘাত ঘটে এবং রাস্তার ধুলোয় ছেয়ে যায় পুরো এলাকা। বৃহস্পতিবার রাত্রি সাড়ে এগারটার সময় ঝাড়গ্রাম শহরের মানুষজন একত্রিত হয়ে পাঁচ মাথার মোড়ে ভারী যানবাহন আটক করে বিক্ষোভ দেখায়। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়।