"শিব জ্ঞানে জীব সেবা, অবলাদের বক্তব্য ঈশ্বর বোঝেন, জীবে প্রেম করে যেই জন- সেই জন সেবিছে ঈশ্বর। মূলত এই সমস্ত ফেস্টুন হাতে এবার সরাসরি এলাকার পশু প্রেমীরা হাজির হলেন- আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে।বৃহস্পতিবার দুপুরে বহরমপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মহাকালী পাঠশালার ঘটনা। সেখানে একদল পথ সারমেয়কে পেটপুরে খাওয়ান তারা নিজেদের হাতে। মূলত এই ভাবেই তারা প্রতিবাদ জানালেন সম্প্রতি দিল্লি সরকার কর্তৃক জারি হওয়া পথ সারমেয়দের জন্য সরকারি নির্দেশের বিরুদ্ধে।