আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেলপাহাড়ীতে জোর কদমে চলছে প্রতিমা ও মন্ডপ তৈরীর কাজ। বেলপাহাড়ী সার্বজনীন বনদুর্গা দুর্গোৎসব কমিটির এটি চতুর্থ তম বর্ষের পুজো। পুজোর বাজেট রয়েছে প্রায় ৮ লাখ টাকা। বিনপুর 2 ব্লক তথা ঝাড়গ্রাম জেলার অন্যতম বড় বাজেটের পুজোর আয়োজন হতে চলেছে একদা মাও অধ্যূষিত পাহাড় জঙ্গলে ঘেরা বেলপাহাড়ীতে। জঙ্গলমহলের গ্ৰামীন পরিবেশ ফুটিয়ে তোলা হবে প্যান্ডেলের থিমে। সোমবার সকাল নাগাদ জানান পুজো কমিটির সদস্যরা।