ময়নাগুড়ির ব্যাঙকান্দি এলাকায় স্ত্রীকে খুনের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত স্বামী। ঘটনা সূত্রে জানা যায় ধৃত রমেশ রায় এবং স্ত্রী দিপালী রায় এদের এক পুত্র এবং এক কন্যাকে নিয়ে সংসার। যদিও মেয়ের বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে। ছেলে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করে। স্বামী স্ত্রী একাই বসবাস করত ভাঙাচোরা একটা বাড়িতে। এদিন সকালে হঠাৎ স্বামী রমেশ রায়, তার স্ত্রী দিপালীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। এবং পেটের ভিতর থেকে কলিজা সহ দেহের বিভিন্ন অংশ বের করে