Download Now Banner

This browser does not support the video element.

কৃষ্ণনগর ১: কৃষ্ণনগরের প্রসিদ্ধ ক্লাব নবোদয় এবছরও দুর্গা পুজোর আরাধনায় মেতেছে,১৬তম বর্ষে পদার্পণ পূজো,বাজেট সাড়ে তিন লক্ষ টাকা

Krishnagar 1, Nadia | Oct 1, 2025
প্রতিবছরের মতো এবছরও কৃষ্ণনগর ক্লাব নবোদয় এর সদস্যরা ব্রত হয়েছে দুর্গা পূজোয়। এবছর কৃষ্ণনগর ক্লাব নবোদয়ের পূজো ১৬ তম বর্ষে পদার্পণ। পুজো উদ্যোক্তারা জানান এ বছরের পূজোর বাজেট সাড়ে তিন লক্ষ টাকা। কৃষ্ণনগরবাসী ও আশেপাশের এলাকার মানুষ ক্লাব নবদয়ের এই পুজো পরিদর্শন করে থিম ভিত্তিক প্যান্ডেল সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধুর্য উপভোগ করতে পারে।
Read More News
T & CPrivacy PolicyContact Us