কৌশিকী আমাবস্যা উপলক্ষে ৫১ পীঠের ১ সতীপীঠ নলহাটি নলাটেশ্বরী মন্দিরে চলছে বিশেষ পুজো ও হোম যজ্ঞ,পুজো দিতে ভিড় ভক্তদের। আর শনিবার সকাল ১০ টা নাগাদ সেই চিত্রই ধরা পরল আমাদের ক্যামেরায় নলহাটি নলাটেশ্বরী মন্দিরে। আজ আমাবস্যা তিথি, ভাদ্র মাসের এই আমাবস্যা কৌশিকী অমাবস্যা, এই উপলক্ষে ৫১ পীঠের ১ সতীপীঠ নলহাটি নলাটেশ্বরী মন্দিরে আমাবস্যা তিথি শুরু হবার পরেই শুরু হয়েছে মা নলাটেশ্বরীর বিশেষ পুজো, মন্দির প্রাঙ্গণে চলছে হোম যজ্ঞ। সকাল থেকেই ভক্তরা ভিড় করেছেন ।