কয়েকদিন আগে JSW সিমেন্ট সিএসআর প্রকল্পে শালবনী ব্লকের বিভিন্ন জায়গায় মূলত তাদের প্রকল্প এলাকার আশেপাশে সোলার পথবাতি লাগিয়েছিল। প্রায় ৫০টির বেশি এই পথবাতি ইন্সটল করা হয়েছিল, কিন্তু দুদিন আগে রাত্রে পার্শ্ববর্তী কুলফেনী এবং জামবেদিয়া গ্রামে দুষ্কৃতীরা প্রায় ৫০ টি পথবাতি চুরি করে নেয়।। বাধ্য হয়ে গ্রামবাসীদের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে।