Hingalganj, North Twenty Four Parganas | Sep 12, 2025
গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লেগে শুক্রবার সকাল ছয়টা নাগাদ উত্তর রূপমারী এলাকায় পুড়ে ছাই বাড়ি হিঙ্গলগঞ্জ ব্লকের অন্তর্গত রূপমারি গ্রাম পঞ্চায়েতের উত্তর রুপমারী এলাকায় এক গৃহবধূ গ্যাসের উনুনে রান্নাবান্না করছিল। আজমকা সিলিন্ডার ফেটে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুরো বাড়িটি পুরে ছাই হয়ে যায়।। বাড়িতে থাকা নগদ তিরিশ হাজার টাকা বেশ কয়েক ভরি সোনার গহনা সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র সব পুড়ে যায় বলে অভিযোগ। ঘটনার