বড়ঞা থানায় হারিয়ে ও চুরি যাওয়া ২৬টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল পুলিশ। শুক্রবার বিকেলে পুলিশ সূত্রে জানা গিয়েছে, কান্দি মহকুমা জুড়ে মোট ১২৭টি মোবাইল মোবাইল মালিকের হাতে তুলে দেওয়া হয়। বড়ঞা থানার ভারপ্রাপ্ত ও খরগ্রাম সার্কেল এসপেক্টর মোবাইল মালিকদের হাতে ২৬ টি মোবাইল তুলে দেন। অন্যদিকে সালার থানায় ৪০টি, ভরতপুর থানায় ২২টি, কান্দি থানায় ১৯টি ও খড়গ্রাম থানায় ২০টি মোবাইল মালিকের হাতে তুলে দেওয়া হয়।